South east bank ad

মানিকগঞ্জে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত

 প্রকাশ: ২৭ অক্টোবর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

মানিকগঞ্জে গতকাল ২৬ অক্টোবর মঙ্গলবার সম্মেলন কক্ষে কালেক্টরেট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পরিচালনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।
অত্র শিক্ষা প্রতিষ্ঠানের পরিচালনা কমিটির সভাপতি এবং জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফের সভাপতিত্বে আয়োজিত উক্ত সভায় উপ-পরিচালক স্থানীয় সরকার, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার (সদর), উপজেলা রিসোর্ট ইন্সট্রাক্টরসহ শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ-শিক্ষকরা উপস্থিত ছিলেন।
এসময় পরিচালনা পর্ষদ পুনর্গঠন, ৫টি শ্রেণিকক্ষকে ডিজিটালাইজেশন করা, সহকারী শিক্ষক নিয়োগ, অধ্যক্ষ নিয়োগসহ স্বল্প-মধ্য ও দীর্ঘ মেয়াদী বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে সংশ্লিষ্টজনের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়।
২০২২ সালের শুরু থেকেই মানিকগঞ্জে একটি আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে শিক্ষার প্রসারসহ শিশুদের মানসিক বিকাশে সেবা দিয়ে যাবে জেলা প্রশাসনের নিয়ন্ত্রনাধীন এ শিক্ষা প্রতিষ্ঠানটি।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: