নারায়ণগঞ্জে মাদকবিরোধী প্রীতি ফুটবল ও ভলিবল খেলা
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে তরুণ সমাজকে মাদকের ছোবল থেকে বাইরে রাখতে আয়োজন করা হয়েছে প্রীতি ফুটবল ও ভলিবল খেলা।
জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেন, আমাদের নারায়ণগঞ্জকে মাদকমুক্ত ও এই সমাজকে অবক্ষয় থেকে রক্ষা করতে খেলাধুলার কোনো বিকল্প নেই। তরুণ প্রজন্মকে মাদকাসক্তি, জঙ্গিবাদ, সন্ত্রাসবাদ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমের আসক্তি থেকে দূরে রাখতে সবাইকে খেলাধুলায় আরও বেশি করে সম্পৃক্ত করতে হবে বলে এসময় তিনি মন্তব্য করেন।