গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় কেন্দ্রীয় পাঠাগারের উদ্বোধন
গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় গতকাল বুধবার ২৭ অক্টোবর ২০২১ইং তারিখ কেন্দ্রীয় পাঠাগারের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহের আফরোজ চুমকি, সংসদ সদস্য, গাজীপুর-৫। উক্ত অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলাম।
এ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অত্র পাঠাগার প্রতিষ্ঠার উদ্যোক্তা মো. শিবলী সাদিক, উপজেলা নির্বাহী অফিসার, কালীগঞ্জ, গাজীপুর।
উক্ত অনুষ্ঠানে গাজীপুর জেলা প্রশাসক এস. এম. তরিকুল ইসলামের বাবা বীর মুক্তিযোদ্ধা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সঙ্গে ঐতিহাসিক আগরতলা ষড়যন্ত্র মামলার আসামি সুবেদার আব্দুর রাজ্জাককে নিয়ে রচিত 'চৌদ্দ নম্বর আসামি' গ্রন্থটি অতিথিদের হাতে তুলে দেওয়া হয়।