খুলনায় শ্রমিকদের মধ্যে চেক বিতরণ অনুষ্ঠান
খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে গতকাল বুধবার ২৭ অক্টোবর বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনের শ্রমিক কল্যাণ তহবিল থেকে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
খুলনা জেলা প্রশাসন এবং কলকারখানা ও শ্রমিক পরিদর্শন অধিদপ্তর, খুলনার আয়োজনে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মধ্যে চেক বিতরণ করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান তালুকদার।
উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), খুলনা মো. ইউসুপ আলী এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, খুলনা পুলক কুমার মণ্ডল।