হবিগঞ্জ জেলা স্কাউটস ও রোভার স্কাউটস নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গতকাল বুধবার ২৭ অক্টোবর ২০২১ইং তারিখ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে হবিগঞ্জ জেলা স্কাউটস ও রোভার স্কাউটস নেতাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. আবুল কালাম আজাদ, সভাপতি, বাংলাদেশ স্কাউটস।
এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হবিগঞ্জ জেলা প্রশাসক ইশরাত জাহান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজমুল হাসান, উপপরিচালক স্থানীয় সরকার, মিন্টু চৌধুরী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক),বিজেন ব্যানার্জী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), উপজেলা নির্বাহী অফিসার, জেলা শিক্ষা অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও স্কাউটস/রোভার স্কাউটসের নেতারা।
এসময় স্কাউটস নেতারা হবিগঞ্জ জেলা স্কাউটসের সমস্যা, সম্ভাবনা ও ভবিষ্যৎ করণীয় সম্মন্ধে মতামত ব্যক্ত করেন। প্রধান অতিথি স্কাউটস নেতাদেরকে গুরুত্বপূর্ণ মতামত ও দিকনির্দেশনা দেন।