মেধাবী শিক্ষার্থীর পাশে শরীয়তপুর জেলা প্রশাসক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
শরীয়তপুর জেলার একজন মেধাবী ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার মেধা তালিকায় ১৪৯ তম হওয়ার পর আর্থিক অস্বচ্ছলতার কারণে ভর্তি নিয়ে শিক্ষার্থীর সংশয় সৃষ্টি হয়। শিক্ষার্থী বিষয়টি জেলাপ্রশাসক, শরীয়তপুর অবহিত করেন।
গতকাল সোমবার (২২ নভেম্বর) জেলাপ্রশাসক মোঃ পারভেজ হাসান মেধাবী ছাত্রীর ভর্তির জন্য প্রয়োজনীয় সহায়তা উপহার হিসেবে প্রদান করেন।
সোনার বাংলা গড়ার স্বপ্নের বীজ বপন করতে এই উপহার প্রদান করেন। আজকের শিক্ষার্থীরা যাতে দেশপ্রেমিক ও মানব সেবক হিসেবে তাঁদের পদচিহ্ন রেখে যেতে পারে উন্নত বাংলাদেশ বিনির্মানে।