South east bank ad

ফরিদপুরে এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষার প্রস্তুুতিমূলক সভা

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   জেলা প্রশাসক

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ফরিদপুরের জেলা প্রশাসক অতুল সরকার আজ বিকেলে নিজ কার্যালয়ের সম্মেলন কক্ষে এইচএসসি, এইচএসসি (বিএম) ও আলিম পরীক্ষা ২০২১ এর প্রস্তুুতিমূলক সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন।

সভায় সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সাইফুল কবির। সভাটি পরিচালনা করেন কার্যালয়ের শিক্ষা ও কল্যাণ শাখার সহকারী কমিশনার আশিক আহমেদ। সভায় জেলার বিভিন্ন উপজেলাস্থ বর্ণিত পরীক্ষাসমূহের প্রায় ৬০ জন সদস্য উপস্থিত ছিলেন।

২০২১ সালে ফরিদপুর জেলায় মোট ৩৬টি কেন্দ্রের মাধ্যমে পরীক্ষা সম্পন্ন হবে। এর মধ্যে ১৯ টি এইচএসসি পরীক্ষা কেন্দ্র, ১১ টি এইচএসসি(বিএম) পরীক্ষা কেন্দ্র, ০৬ টি আলিম পরীক্ষা কেন্দ্র রয়েছে। এবারের পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৭ হাজার জন।

BBS cable ad

জেলা প্রশাসক এর আরও খবর: