বগুড়ায় মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী স্মারক গেট উদ্বোধন
প্রদীপ মোহন্ত, (বগুড়া) :
বগুড়ায় জেলা প্রশাসকের কার্যালয়ে মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী স্মারক গেট উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) মহান বিজয় দিবসের শুরুতে সকাল ৭টায় জেলা প্রশাসক জিয়াউল হক গেটটির উদ্বোধন করেন। এ সময় জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী, পুলিশ সুপার (সিআইডি) কাওছার সিকদার, বগুড়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, বগুড়া অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুম আলী বেগ, (রাজস্ব) উজ্জল কুমার ঘোষ, অতিরিক্ত জেলা মাজিস্ট্রেট সালাউদ্দিন আহমেদ , নিলুফা ইয়াসমিন সহ জেলা প্রশাসন ও জেলা পুলিশের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। প্রকল্পটি বাস্তবায়নে কাজ করেছে বগুড়া গণপূর্ত অধিদপ্তর।
জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক জানান, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীকে স্মরণী করে রাখতে আজকে দিনে কার্যালয় গেটের উদ্বোধন করা হয়েছে।