রোগীদের আর্থিক সহায়তার 'চেক বিতরণ' করলেন জেলা প্রশাসক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ বুধবার (২২ ডিসেম্বর) ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ, থ্যালাসেমিয়ায় আক্রান্ত রোগীদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় 'চেক বিতরণ' অনুষ্ঠিত হয়েছে।
শরীয়তপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুরের সিভিল সার্জন ডাঃ এস.এম. আব্দুল্লাহ আল মুরাদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব বিশ্বজিৎ বৈদ্য, উপপরিচালক, জেলা সমাজসেবা কার্যালয়, শরীয়তপুর। এসময় ৬৩ জন ব্যক্তির মধ্যে মোট ৩১ লক্ষ ৫০ হাজার টাকার চেক বিতরণ করা হয়।