আশ্রয়ন প্রকল্পের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন ও শীতবস্ত্র বিতরণ
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ের গৃহনির্মাণ কার্যক্রম পরিদর্শন এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
গতকাল সোমবার (২৪ জানুয়ারি) জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান নরসিংদী সদর উপজেলার মহিষাশুড়া ইউনিয়নের গাজীরগাঁও মৌজায় আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় ভূমিহীন ও গৃহহীনদের জন্য ৩য় পর্যায়ে নির্মাণাধীন ১০ টি গৃহের নির্মাণ কার্যক্রম পরিদর্শন করেন।
তিনি চলমান নির্মাণকাজ ডিজাইন ও স্পেসিফিকেশন অনুযায়ী গুনগত মান নিশ্চিতকরণপূর্বক সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান। এসময় তিনি আশ্রয়ণ প্রকল্পের উপকারভোগীসহ সংলগ্ন স্থানে বসবাসরত শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
পরবর্তীতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট শিবপুর উপজেলার পুটিয়া ইউনিয়নে আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় গৃহনির্মাণের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেন।