সিলেটে ইমামদের নিয়ে বিভাগীয় কমিশনারের মতবিনিময়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
হাওড় অঞ্চলের প্রাকৃতিক পরিবেশের সুরক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ ও মানুষের জীবনমান উন্নয়ন এবং সন্ত্রাস, জঙ্গীবাদ, মাদক ও বাল্যবিবাহসহ অন্যান্য সামাজিক অপরাধ নিরোধ বিষয়ে বিভিন্ন মসজিদের ইমামগণকে নিয়ে আজ বুধবার (২৬ জানুয়ারী) এক সেমিনার অনুষ্ঠিত হয়।
সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। প্রধান অতিথি সংশ্লিষ্ট সকলকে সামাজিক সমস্যা নিরোধে প্রয়োজনীয় দিক-নির্দেশনা প্রদান করেন।