নরসিংদীতে বিসিক "শিল্প উদ্যোক্তা উন্নয়ন" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশন (বিসিক) কর্তৃক আয়োজিত "শিল্প উদ্যোক্তা উন্নয়ন" শীর্ষক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন ও উপকারভোগীদের মাঝে ঋণের চেক ও সনদ বিতরণ" করা হয়েছে।
শনিবার (৫ মার্চ) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
অপ্রতুল কর্মসংস্থানের সুযোগের বিপরীতে ক্রমবর্ধমান জনসংখ্যার চাপ মোকাবেলায় দক্ষ মানবসম্পদ সৃষ্টির কোন বিকল্প নেই উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বিভিন্ন খাতে নিরুপিত চাহিদার আলোকে কারিগরি ও ব্যবসা প্রক্রিয়া সংক্রান্ত প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে দক্ষতা ও কারিগরি জ্ঞানসম্পন্ন উদ্যোক্তা গড়ে তোলার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি আহবান জানান।
পরবর্তীতে মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত প্রনোদনা প্যাকেজের আওতায় উপকারভোগীদের মাঝে ঋণের চেক বিতরণ, দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মাঝে রেজিস্ট্রেশন সনদ বিতরণ করা হয়।