টেকসই সমতার জন্য, জেন্ডার সমতাই আজ অগ্রগণ্য
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ মঙ্গলবার (৮ মার্চ) আন্তর্জাতিক নারী দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট আবু নইম মোহাম্মদ মারুফ খান।
সভার সূচনালগ্ন থেকে কণ্টকাকীর্ণ বন্ধুর পথ অতিক্রম করে সামাজিক-রাজনৈতিক -অর্থনৈতিক সকল ক্ষেত্রে নারীর অগ্রযাত্রা সাধিত হয়েছে উল্লেখ করে প্রধান অতিথি তাঁর বক্তব্যে নারীর প্রতি সহিংসতা নির্মূল, পারিবারিক সহযোগিতা বৃদ্ধি, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং সর্বস্তরে সচেতনতা সৃষ্টির মাধ্যমে উন্নয়ন কর্মাকান্ডে তাঁদের সম অংশগ্রহণ নিশ্চিতকরণের বিষয়ে সচেষ্ট থাকার জন্য সকলের প্রতি আহবান জানান।
পরবর্তীতে উপজেলা পর্যায়ে মহিলাদের জন্য আয়বর্ধক (আইজিএ) প্রশিক্ষণ প্রকল্পের আওতায় নরসিংদী সদর উপজেলায় সেলস ও ডিসপ্লে সেন্টার এবং বিউটি পার্লার এর শুভ উদ্বোধন করা হয়।