এতিম শিশুদের সঙ্গে ইফতার করলেন ডিসি
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
প্রথম রোজায় এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন পিরোজপুর জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ জাহেদুর রহমান। রোববার সন্ধ্যায় জেলা প্রশাসনের উদ্যোগে সরকারি শিশু পরিবারের (বালিকা) ৬৮ জন শিশুর সঙ্গে ইফতার করেন তিনি।
এ সময় এতিম শিশুদের খোঁজখবর নেন জেলা প্রশাসক। তাকে কাছে পেয়ে ভীষণ আনন্দিত হয় শিশুরা।
জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, দেশের এতিম শিশুরাও আমাদের পরিবারের একটি অংশ। আমরাই তাদের অভিভাবক। তাদের সঙ্গে ইফতার করতে পেরে আমার খুব ভালোই লাগছে। এতিমদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা দিচ্ছে সরকার। পড়াশোনা শেষ করে এখান থেকেই অনেককে চাকরি দেওয়া হচ্ছে। আমরা সব সময় এ শিশুদের পাশে আছি।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক চৌধুরী রওশান ইসলামসহ সমাজসেবা অধিদফতরের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।