আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন আচরণবিধি সরেজমিনে দেখতে কুমিল্লা জেলা প্রশাসক
আজ ৬ জুন, ২০২২ সন্ধ্যায় কুমিল্লা জেলার জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোহাম্মদ কামরুল হাসান আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচন এ নির্বাচন আচরণবিধি যথাযথভাবে প্রতিপালিত হচ্ছে কি না তা সরেজমিনে দেখতে বের হন।
তিনি নগরীর ৭,৯,১৭,১৮,২৩,২৪ ও ২৫ নং ওয়ার্ড প্রদক্ষিণ করেন। এ সময় জেলা ম্যাজিস্ট্রেট এর সাথে উপপরিচালক, স্থানীয় সরকার জনাব মোহাম্মদ শওকত ওসমান, অতিরিক্ত জেলা প্রশাসক ( উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) জনাব কাবিরুল ইসলাম খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব অতীশ সরকার উপস্থিত ছিলেন। পাশাপাশি, বিভিন্ন ওয়ার্ডের প্রার্থীদেরকে নির্বাচন আচরণবিধি সুষ্ঠুভাবে প্রতিপালনের জন্য নির্দেশনা প্রদান করেন জেলা ম্যাজিস্ট্রেট।