গ্রাম পুলিশদের মাঝে বাইসাইকেল বিতরণ করলেন জেলা প্রশাসক
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
আজ ২৫ আগস্ট বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে ময়মনসিংহ সদর উপজেলার গ্রাম পুলিশদের মাঝে সাইকেল বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ এনামুল হক, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ময়ময়নসিংহ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: জাহাঙ্গীর আলম, উপপরিচালক (স্থানীয় সরকার), ময়মনসিংহ, জনাব আশরাফ হোসাইন, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ময়মনসিংহ সদর।
অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শফিকুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার, ময়মনসিংহ সদর। আরও উপস্থিত ছিলেন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।