South east bank ad

৪৪তম বিসিএসে আবেদন পড়েছে সাড়ে ৩ লাখ

 প্রকাশ: ০৭ মার্চ ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   শিক্ষাঙ্গন

৪৪তম বিসিএসে আবেদন পড়েছে সাড়ে ৩ লাখ

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

৪৪তম বিসিএসে সাড়ে তিন লাখ প্রার্থী আবেদন করেছেন। গত বুধবার (২ মার্চ) আবেদনের সময় শেষ হয়।

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি) সূত্র জানায়, ৪৪তম বিসিএসে মোট আবেদন করেছেন ৩ লাখ ৫০ হাজার ৭১৬ জন। জাতীয় বিশ্ববিদ্যালয়ে চূড়ান্ত পরীক্ষা শেষ না হওয়ার কারণে এ বিসিএসের আবেদনের সময় এক মাস বাড়ানো হয়েছিল।

গত বছরের ৩০ ডিসেম্বর ৪৪তম বিসিএসের অনলাইন আবেদন শুরু হয়। প্রথম দফায় আবেদনের শেষ সময় ছিল ৩১ জানুয়ারি। পরে তা বাড়িয়ে ২ মার্চ নির্ধারণ করে পিএসসি।

পিএসসি সূত্রে জানা গেছে, এ পর্যন্ত সবচেয়ে বেশি আবেদন জমা পড়ে ৪১তম বিসিএসে। ওই বিসিএসে ৪ লাখ ৭৫ হাজারের বেশি প্রার্থী আবেদন করেছিলেন। ৪৩তম বিসিএসে আবেদন পড়েছিল ৪ লাখ ৩৫ হাজার ১৯০টি।

৪৪তম বিসিএসে ক্যাডার নেওয়া হবে ১ হাজার ৭১০ জন। এর মধ্যে সবচেয়ে বেশি শিক্ষা ক্যাডারে নেওয়া হবে ৭৭৬ জন। এছাড়া প্রশাসন ক্যাডারে ২৫০ জন, পুলিশ ক্যাডারে ৫০, পররাষ্ট্র ক্যাডারে ১০, আনসার ক্যাডারে ১৪, নিরীক্ষা ও হিসাবে ৩০, করে ১১, সমবায়ে ৮, রেলওয়ে পরিবহন ও বাণিজ্যিকে ৭, তথ্যে ১০, ডাকে ২৩, বাণিজ্যে ৬, পরিবার পরিকল্পনায় ২৭, খাদ্যে ৩, টেকনিক্যাল ক্যাডারে ৪৮৫ জন নেওয়া হবে। এ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা হবে ২৭ মে।

BBS cable ad

শিক্ষাঙ্গন এর আরও খবর: