South east bank ad

আইনি বিয়ে সেরেছেন ভিকি-ক্যাটরিনা?

 প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কাগজে-কলমে বিয়ে সেরে ফেলেছেন ক্যাটরিনা কাইফ এবং ভিকি কৌশল। ভারতীয় সংবাদমাধ্যমের দাবি, শুক্রবার বিয়ে করেছেন দুই বলিউড অভিনেতা। কিন্তু আইনি বিয়ে নিয়ে সন্দেহের অবকাশ তৈরি হল সেদিনই।

এদিকে শুক্রবারই ক্যাটরিনার দেখা পাওয়া গেল শহরে। জিম সেরে চিকিৎসকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন তিনি। তবে কি আইনি বিয়ে হয়নি ক্যাটরিনা-ভিকির? নাকি বিয়ে করে নিয়েছেন এরই মাঝে, যা কেউ টের পায়নি? এখন কেবল সঠিক উত্তরের প্রতীক্ষা।

অন্যদিকে রাজস্থানের বিলাসবহুল প্রাসাদের বেশকিছু ছবি প্রকাশ করেছে ভারতীয় এক সংবাদমাধ্যম। ৬ থেকে ১১ তারিখ পর্যন্ত বুক করা হয়েছে সেই প্রাসাদটি (হোটেল)। ৪৮টি বিশাল বিশাল ঘর রয়েছে সেখানে।

এক রাতের জন্য ফোর্ট স্যুইটের ভাড়া ৮০ হাজারের বেশি। রানি রাজকুমারী স্যুইটের ভাড়া প্রায় ৩ লক্ষ। জয়পুর বিমানবন্দর থেকে আড়াই ঘণ্টার যাত্রা করে পৌঁছতে হয় এই হোটেলে।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: