হার্টে ফের ব্লক, অস্ত্রোপচার লাগবে কাজী হায়াতের
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
অসুস্থ বোধ করায় গত বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি হয়েছিলেন দেশবরেণ্য পরিচালক, চিত্রনাট্যকার ও অভিনেতা কাজী হায়াৎ। তার একদিন পরই বাসায় ফিরেছেন। তবে জানালেন, তার হৃদযন্ত্রে আবারও ব্লক ধরা পড়েছে। এটা এতটাই যে, ওপেন হার্ট সার্জারি করতে হবে তাকে। আর চলতি মাসের শেষ দিকেই দেশেই অস্ত্রোপচার করাবেন তিনি।
গুণী এই নির্মাতা বলেন, ‘ডাক্তাররা বলেছেন ওপেন হার্ট সার্জারিটা খুব জরুরি হয়ে পড়েছে। যে ডাক্তার অপারেশন করবেন তিনি কয়েকদিনের জন্য দেশের বাইরে গেছেন। তাই একটু সময় লাগছে। নইলে দ্রুতই এটা করাতাম।’
এর আগে গত বৃহস্পতিবার তার ছেলে চিত্রনায়ক কাজী মারুফও একই শঙ্কার কথা জানিয়েছিলেন। তিনি বলেন, ‘বাবা অষ্টমবারের মতো এনজিওগ্রাম করতে হাসপাতালে গেছেন। তিনি কিছুটা অসুস্থ বোধ করছেন। তার শরীরে এখন পর্যন্ত আটটি রিং পরানো রয়েছে। সম্ভবত আবারও ব্লক হয়েছে আব্বুর।’
২০০৫ সালে একই অপারেশন হয়েছিল কাজী হায়াতের। এরপর যুক্তরাষ্ট্রেও হার্টে রিং পরানো হয়েছিল তার। আর চলতি বছর মার্চে করোনায় আক্রান্ত হলে আইসিইউতে রাখতে হয়েছিল বর্ষীয়ান এই নির্মাতা ও অভিনেতাকে। তখন ১৩ দিন হাসপাতালে কঠিন সময় পার করার পর করোনা নেগেটিভ হয়ে বাসায় ফেরেন তিনি।