South east bank ad

এবারের নির্বাচনে আপনারা আসল শিল্পীদের পাবেন : নিপুণ

 প্রকাশ: ১২ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকাই সিনেমার চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। সমিতির বর্তমান কমিটির সভাপতি অভিনেতা মিশা সওদাগর। আর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন চিত্রনায়ক জায়েদ খান। বর্তমান কমিটির মেয়াদ প্রায় শেষের পথে। আগামী বছরের শুরুর দিকেই শিল্পী সমিতির দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর মধ্যেই গুঞ্জন উঠেছে একাধিক তারকা শিল্পীদের নিয়ে প্যানেল তৈরি করছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী নিপুণ। তবে তার প্যানেলে কারা কারা থাকছেন, সে বিষয়ে পরিষ্কার কিছু না বললেও তারকা শিল্পীদের থাকার বিষয়ে ইঙ্গিত দিয়েছেন তিনি। আর কোন পদে নির্বাচন করবেন নিপুণ, সে ব্যাপারেও পরিষ্কার কিছু বলেননি তিনি। তবে তিনি নির্বাচন করবেন এটি নিশ্চিত।

তার ভাষ্য, ‘ইন্ডাস্ট্রির প্রতি আমার একটা দায়বদ্ধতা আছে। এই ইন্ডাস্ট্রি আমাকে অনেক দিয়েছে, তার ঋণ কিছুটা হলেও শোধ করতে চাই। এবারের নির্বাচনে আপনারা আসল শিল্পীদের পাবেন। আমরা সবাই একটা টিম হিসেবে কাজ করবো। টিম যেভাবে চাইবে সেভাবেই নির্বাচনে অংশ নেবো। এখানে কোনো পদ গুরুত্বপূর্ণ না। কোনো চেয়ার চাই না, চলচ্চিত্রের সুস্থ পরিবেশ ফিরিয়ে আনতে চাই। এটাই আমাদের লক্ষ্য।’

আপনি তো এখন ব্যবসাপ্রতিষ্ঠান ও পরিবার নিয়ে বেশি ব্যস্ত থাকেন। সমিতিতে ঠিকমত সময় দিতে পারবেন তো? এমন প্রশ্নের জবাবে নিপুণ বলেন, ‘কে বলল! আমি আমার ঘরে যতটা না সময় দিয়েছি তার চেয়ে বেশি চলচ্চিত্র অঙ্গনে সঙ্গে যোগাযোগ রাখছি। তাদের যে কোনো বিপদে-আপদে ঝাঁপিয়ে পড়েছি।’

BBS cable ad

বিনোদন এর আরও খবর: