সোয়াক প্রাঙ্গনে ৬ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও হস্তশিল্প মেলার আয়োজন
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
সোসাইটি ফর দি ওয়েলফেয়ার অব অটিস্টিক চিলড্রেন (সোয়াক) ১৮ ডিসেম্বর থেকে ২৩ ডিসেম্বর, ২০২১ পর্যন্ত সোয়াক প্রাঙ্গনে স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে ৬ দিন ব্যাপী চিত্র প্রদর্শনী ও হস্তশিল্প মেলার আয়োজন করে।
উক্ত মেলার উদ্বোধনী (১৮ ডিসেম্বর, ২০২১ সকাল ১১.০০ টায়) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোঃ আবুল মনসুর, সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ড. মোঃ আনোয়ার উল্ল্যাহ এফসিএমএ, ব্যবস্থাপনা পরিচালক (যুগ্ম সচিব), নিউরো-ডেভেলপমেন্টাল প্রতিবন্ধী সুরক্ষা ট্রাস্ট।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জনাব নকীব খান, ভাইস চেয়ারম্যান, সোয়াক, জনাব শাহীন ইকবাল, মিহির কিরন চাকমা, নাইরীন সুলতানা, মিসেস সামিনা নাফিস , রিনাত পারভীন, সদস্য সোয়াক।
জনাব মফিজুল ইসলাম, ডেপুটি ডাইরেক্টর, সোয়াক। আমন্ত্রিত অতিথিবৃন্দ, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকাবৃন্দ। অনুষ্ঠানের আলোচনা শেষে সোয়াকের ছাত্ররা মনোজ্ঞ সাংস্কৃতি অনুষ্ঠান পরিবেশন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুবর্ণা চাকমা, চেয়ারপার্সন, সোয়াক।
সোয়াক ২০০০ সাল থেকে অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের শিক্ষা, প্রশিক্ষণ ও পুনর্বাসন নিয়ে কাজ করে আসছে।