South east bank ad

বড়দিনের বিশেষ নাটক ‘আনন্দধ্বনি’

 প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

২৫ ডিসেম্বর উদযাপিত হয়ে থাকে খ্রিস্টান ধর্মের সবচেয়ে বড় উৎসব- বড়দিন। যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে টিভি চ্যানেলগুলো সাজিয়ে থাকে নানা অনুষ্ঠানে। সেই ধারাবাহিকতায় এবারের বড়দিনেও টেলিভিশন আয়োজনে থাকছে বিশেষ নাটক ‘আনন্দধ্বনি’।

সম্প্রতি শুটিং শেষ হল নাটকটির। আপেল মাহমুদের রচনায় নাটকটি পরিচালনা করেছেন জয়ন্ত রোজারিও। ওই দিন প্রচারিত হবে বেসরকারি টেলিভিশন এনটিভিতে।

এ বিষয়ে নাট্যকার আপেল মাহমুদ বলেন, 'নাটকের গল্পটি মানসিক টানাপোড়েনের। দুজন মানুষ একত্রে বসবাস করতে চাইলে দুই পক্ষের কম্প্রোমাইজ জরুরি। আবার এই কম্প্রোমাইজ মানে নিজের স্বকীয়তা বিসর্জন দেয়া নয়। মূল্যবোধ ঠিক রেখে পাশাপাশি চলা যায় কি না- সেটাই বলতে চেষ্টা করেছি এই গল্পে।'

এই নাটকটির একটা বিশেষ ব্যাপার হচ্ছে- মোর‍্যালিটি। এবারের বড়দিনের বিশেষ নাটক ‘আনন্দধ্বনি’তে অভিনয় করেছেন ইরফান সাজ্জাদ, তাসনুভা তিশাসহ আরও অনেকে। নাটকটি আসছে ২৫ ডিসেম্বর রাত ৯টা ৩০ মিনিটে প্রচারিত হবে।
/জেটএন/

BBS cable ad

বিনোদন এর আরও খবর: