অপূর্বর ‘কি কারণে’
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব এবং চলতি প্রজন্মের অভিনেত্রী কেয়া পায়েল নতুন নাটক নিয়ে দর্শকদের সামনে হাজির হচ্ছেন । নাটকের নাম ‘কি কারণে’। পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি।
তানভীর মাহমুদের প্রযোজনায় সুলতান এন্টারটেইনমেন্টের ব্যানারে নাটকটি দ্রুতই দর্শকদের জন্য উন্মুক্ত করা হবে। অপূর্ব বলেন, খুব আলাদা গল্পের একটি নাটক। কাজ করে বেশ লেগেছে।
আশা করছি দর্শকদের ভালো লাগবে। কেয়া পায়েল বলেন, অপূর্ব ভাইয়ের সঙ্গে খুব সুন্দর একটি কাজ হয়েছে।
টেলিভিশন নাটকে অভিনয় দিয়ে অপূর্ব কর্মজীবন শুরু করেন। ২০১৪ সালে গ্যাংস্টার রিটার্নস চলচ্চিত্র দিয়ে তার বড়পর্দায় অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি তিনি সঙ্গীতেও চর্চা করেন।
২০১৭ সালে তার অভিনীত বড় ছেলে নাটকটি প্রশংসিত হয় এবং তিনি তারকা জরিপে শ্রেষ্ঠ টিভি অভিনেতা বিভাগে মেরিল-প্রথম আলো পুরস্কার লাভ করেন।
/জেটএন/