South east bank ad

দক্ষিণ সিটির বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা আজ

 প্রকাশ: ২৩ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

আয়োজনের সর্বশেষ প্রস্তুতি সরেজমিন পরিদর্শন করেন দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস। এ সময় ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সদস্যবৃন্দ বীর মুক্তিযোদ্ধাদের জন্য প্রস্তুতকৃত সম্মাননা ক্রেস্ট ও সম্মাননাপত্র মেয়রের কাছে হস্তান্তর করেন।

স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে বীর মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা ও সম্মাননা দিচ্ছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)।

স্বাধীনতা ও বিজয়ের সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন উদ্যোগে এবং করপোরেশনের ক্রীড়া সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সহযোগিতায় আজ বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) রাজধানীর গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় বসবাসরত এবং করপোরেশনের আওতাভুক্ত এলাকা থেকে মুক্তিযোদ্ধা ভাতা উত্তোলনকারী বীর মুক্তিযোদ্ধা ও প্রয়াত মুক্তিযোদ্ধার পরিবারের সদস্যদের জন্য এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের জানান, বৃহস্পতিবার নগরীর মহানগর নাট্যমঞ্চে বেলা ১০টা থেকে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দক্ষিণ সিটির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের সভাপতিত্বে অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসেবে এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

এছাড়াও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মৃণাল কান্তি দাস, ঢাকা দক্ষিণ মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফি, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

অনুষ্ঠানে দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার সংসদীয় আসনের সংসদ সদস্য অ্যাড. কামরুল ইসলাম, সৈয়দ আবু হোসেন বাবলা, মনিরুল ইসলাম মনু, কাজী ফিরোজ রশীদ, হাজি সেলিম, রাশেদ খান মেনন, সাবের হোসেন চৌধুরী, শফিউল ইসলাম মহিউদ্দিন এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য জিন্নাতুল বাকিয়া প্রমুখ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সম্মাননা প্রদান অনুষ্ঠানে কণ্ঠশিল্পী রফিকুল ইসলাম ও দিনাত জাহান মুন্নী সঙ্গীত পরিবেশন করবেন এবং নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ নৃত্য প্রদর্শন করবেন বলে অনুষ্ঠান আয়োজক সূত্রে জানা গেছে। এছাড়াও স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের শিল্পীদের সমন্বয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন।

সংবর্ধনা অনুষ্ঠান প্রসঙ্গে ঢাকা দক্ষিণ সিটির ২৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং ক্রীড়া ও সংস্কৃতি বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি মোহাদ্দেস হোসেন জাহিদ ঢাকা পোস্টকে বলেন, আমরা ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি নিয়েছি। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকায় ৯৬৩ জন বীর মুক্তিযোদ্ধাদের তালিকা আমাদের হাতে প্রস্তুত আছে। বৃহস্পতিবার আমরা আনুষ্ঠানিকভাবে তাদের সংবর্ধনা দিতে পারব। আশা করছি পাঁচ শতাধিক বীর মুক্তিযোদ্ধা এবং তাদের পরিবারের সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত থাকবেন।

এসএমটি

BBS cable ad

বিনোদন এর আরও খবর: