বাবাকে নিয়ে এই সিনেমা দেখতে এলে টিকেটে ৫০ টাকা ছাড়!
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
বাবাকে নিয়ে সিনেমা হলে সিনেমা দেখতে এলেই প্রতি টিকেটে ৫০টাকা ছাড় ঘোষণা করেছে হল কর্তৃপক্ষ। শুক্রবার (২৩ ডিসেম্বর) মুক্তি পাচ্ছে পারিবারিক গল্পে নির্মিত সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। বাবা-ছেলের গল্পে নির্মিত ছবিটি দেখতে সঙ্গে বাবাকে নিয়ে এলেই ৫০ টাকা ছাড়েরের ঘোষণা দিয়েছে সিরাজগঞ্জের রুটস্ সিনেক্লাব নামের একটি সিনেমা হল।
বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) এমন খবরটি শেয়ার করেছেন ‘মৃধা বনাম মৃধা’র কেন্দ্রীয় চরিত্র চিত্রনায়ক সিয়াম আহমেদ। রুটস্ সিনেক্লাবের অফিশিয়াল ঘোষণাটি শেয়ার করে সিয়াম লিখেছেন,‘আব্বুকে নিয়ে সিনেমা দেখলে ৫০ টাকা ডিসকাউন্ট! অদ্ভুত সুন্দর!’
এদিকে রুটস্ সিনেক্লাব তাদের প্রচারণায় জানিয়েছে, “শেষ কবে আপনি আপনার বাবা’র সাথে সিনেমা হলে গিয়েছেন? আপনার বাবাকে সাথে করে নিয়ে আসুন ‘মৃধা বনাম মৃধা’ দেখতে। বিশ্বাস করুন অথবা না করুন, এই অভিজ্ঞতা কখনও ভুলবেন না!”
চলতি সপ্তাহেই ‘মৃধা বনাম মৃধা’র বিশেষ প্রদর্শনী হয়েছে রাজধানীতে। উপস্থিত প্রায় সকলেই এই চলচ্চিত্রের ভূয়সী প্রশংসা করেছেন। অনেকে বলছেন, পারিবারিক গল্পে এমন সিনেমা বহুদিন বাংলায় হয়নি।
২৪ ডিসেম্বর এ সিনেমাটি একযোগে ৪৪টি সিনেমা হলে প্রদর্শীত হবে। অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের ব্যানারে ‘মৃধা বনাম মৃধা’ পরিবেশিত হতে যাচ্ছে। পরে টফি অ্যাপের অরিজিনাল হিসেবে টফি অ্যাপে মুক্তি দেয়া হবে
বিজ্ঞাপন নির্মাতা রনি ভৌমিক পরিচালিত প্রথম সিনেমা ‘মৃধা বনাম মৃধা’। সিয়াম-নোভা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেন তারিক আনাম খান, সানজিদা প্রীতি, নিমা রহমান, মিলন ভট্টচার্য, তৌফিকুল ইসলাম ইমন, মাসুদুল আমিন রিন্টু।
/জেটএন/