South east bank ad

বড়দিনে তিশার ‘ক্ষমা’

 প্রকাশ: ২৫ ডিসেম্বর ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ডেভিডের আশ্রিত বোন স্বাস্থ্যকর্মী মারিয়াকে ভালোবাসে জোসেফ। কিন্তু জুয়ার আসরে মদ্যপ অবস্থায় নিজের বোনকে রানার সঙ্গে বিয়ে দিতে সম্মত হয় ডেভিড। সেদিন ডেভিডের পকেটের টাকাও শেষ হয়ে গিয়েছিল। এই সুযোগ কৌশলী রানা প্রস্তাব করেছিল, ডেভিড হারলে রানার হাতে সে তার বোনকে তুলে দেবে।

ডেভিড সত্যি সত্যি হেরে যায় কিন্তু রানার সঙ্গে মারিয়াকে বিয়ে দিতে অসম্মতি জানায়। ফল স্বরূপ রানা প্রচণ্ড ক্ষেপে গিয়ে চড়াও হয় ডেভিডের ওপর। সে তাকে ছুরিকাঘাত করে। ডেভিডকে মুমূর্ষু অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়।

এদিকে, জোসেফ মারিয়াকে নিরাপদ স্থানে সরিয়ে নেয়, যাতে রানা তার খোঁজ না পায়। রানা হন্যে হয়ে মারিয়াকে খুঁজতে থাকে। ভাইয়ের অসুস্থতার খবর শুনে দিশেহারা হয়ে মারিয়া চার্চে যায়। প্রভুর কাছে ভাইয়ের জন্য প্রার্থনা করতে থাকে।

জোসেফ এসে খবর জানায়, ডেভিডের অস্ত্রোপচার সফল হয়েছে। সে এখন অনেকটাই ভালো আছে। এমনই এক গল্প নিয়ে নির্মিত হয়েছে বড়দিনের বিশেষ নাটক ‘ক্ষমা’। মহিউদ্দীন আহমেদের রচনায় এর গল্প ও পরিচালনায় করেছেন গোলাম সোহরাব দোদুল। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন সালাহউদ্দিন লাভলু, নুসরাত ইমরোজ তিশা, এফ এস নাঈম, মনোজ প্রামাণিকসহ অনেকে।

নির্মাতা জানান, বড়দিনের বিশেষ নাটক হিসেবে রাত ৮টায় ‘ক্ষমা’ প্রচার হবে আরটিভিতে।
/জেটএন/

BBS cable ad

বিনোদন এর আরও খবর: