১১ ফেব্রুয়ারি জগন্নাথে গাইবেন জেমস!
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের দ্বিতীয় পুনর্মিলনী অনুষ্ঠানে আসবেন ব্যান্ড তারকা মাহফুজ আনাম জেমস। আগামী ১১ ফেব্রুয়ারি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এই পুনর্মিলনী অনুষ্ঠিত হবে। আজ শুক্রবার রাতে পুনর্মিলনী আয়োজক কমিটির আহ্বায়ক শেখ মোহাম্মদ আজহার বিষয়টি জানিয়েছেন।
এদিন অ্যালামনাইয়ের কোষাধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার এমেল হক মোল্লার সঞ্চালনায় অ্যাসোসিয়েশনের সভাপতি রামেদুল ইসলাম পল্লব, সাধারণ সম্পাদক ওমর ফারুকের উপস্থিতে পুনর্মিলনী আয়োজক উপকমিটি গঠন করা হয়।
কমিটিতে শেখ মোহাম্মদ আজহারকে আহ্বায়ক ও আবুল বাশারকে সদস্যসচিব করে এই কমিটি করা হয়। এ ছাড়া কমিটিতে ১০ জনকে সদস্য করা হয়েছে। আগামী ৭ জানুয়ারি থেকে পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হবে।
উল্লেখ্য, ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি 'উচ্ছ্বাসে উল্লাসে, নতুন আলোর উদ্ভাসে’ স্লোগানকে সামনে রেখে জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ব্যবস্থাপনা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের উদ্যোগে প্রথম পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
/জেটএন/