South east bank ad

মেসির ফেরার ম্যাচে রামোসের প্রথম গোল

 প্রকাশ: ২৪ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বিনোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

করোনার ধাক্কা সামলে পিএসজির জার্সিতে নতুন বছরে প্রথম নামলেন লিওনেল মেসি। আর এই ম্যাচেই দলটির হয়ে প্রথম গোলের দেখা পেলেন সার্জিও রামোস। সবমিলিয়ে বড় ব্যবধানে জিতে দারুণ স্বস্তির একটি রাত কাটিয়েছে মাওরিসিও পচেত্তিনোর শিষ্যরা।

গতকাল (২৩ জানুয়ারি) রোববার রাতে নিজেদের মাঠে রাঁসকে ৪-০ গোলে হারিয়েছে পিএসজি। রামোস ছাড়াও মার্কো ভেরাত্তি ও দানিলো পেরেইরা একটি করে গোল করেন। অন্যটি আসে আত্মঘাতী থেকে।

লিগ ওয়ানের ম্যাচটিতে গোলের উদ্দেশে ২২টি শট নেয় পিএসজি, যার আটটি ছিল লক্ষ্যে। আর সফরকারীদের সাত শটের তিনটি লক্ষ্যে ছিল।

কয়েকটি সুযোগ হাতছাড়া হওয়ার পর প্রথমার্ধের শেষ সময়ে এসে গোলের দেখা পায় পিএসজি। মাউরো ইকার্দির শট প্রতিপক্ষের ডিফেন্ডার ঠেকালে বল পেয়ে বাঁ পায়ের জোরালো শটে গোল করেন ইতালিয়ান মিডফিল্ডার মার্কো ভেরাত্তি। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি।

দ্বিতীয়ার্ধে ফিরে ম্যাচের ৬২তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন রামোস। তার শট প্রথমে গোলরক্ষক ঠেকালেও ফিরতি বল জালে পাঠান রিয়াল মাদ্রিদের সাবেক এই ডিফেন্ডার।

২-০ গোলে এগিয়ে যাওয়ার পরপরই ডি মারিয়াকে তুলে মেসিকে মাঠে নামান পিএসজি কোচ পচেত্তিনো। বদলি হিসেবে নেমেই গোলের সুযোগ তৈরি করেন আর্জেন্টাইন তারকা। ৬৭তম মিনিটে তিনি বল বাড়িয়ে দেন ভেরাত্তির দিকে। ভেরাত্তি শট নিলে সেটি রাঁসের ফায়েসের গায়ে লেগে জড়িয়ে যায় জালে।

এই আত্মঘাতী গোলে ৩-০ ব্যবধানে এগিয়ে যায় পিএসজি।

৭৫তম মিনিটে স্কোরলাইন ৪-০ করেন দানিলো পেরেইরা। কিলিয়ান এমবাপের পাস থেকে পর্তুগিজ মিডফিল্ডারের শট প্রতিপক্ষের একজনের গায়ে লেগে দিক বদলে ঢুকে যায় জালে।

শেষ দিকে জালে বল পাঠান ইকার্দি। কিন্তু এর আগ আর্জেন্টাইন ফরোয়ার্ডের হাতে বল লাগায় গোল মেলেনি।

এতে ২২ ম্যাচে ১৬ জয় ও ৫ ড্রয়ে ৫৩ পয়েন্ট নিয়ে লিগে শীর্ষেই আছে পিএসজি। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে নিস। তিন নম্বরে থাকা মার্সেইয়ের ২১ ম্যাচে ৪০ পয়েন্ট।

BBS cable ad

বিনোদন এর আরও খবর: