সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সুসমন্বয় চান এফবিসিসিআইয়ের সভাপতি মো. জসিম উদ্দিন
বৈশ্বিক করোনা মহামারির এই কঠিন সময়ে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি হিসেবে নির্বাচিত হলেন বেঙ্গল গ্রুপের ভাইস চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। স্বাভাবিকভাবেই ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতিতে গতি ফেরানোর বড় চ্যালেঞ্জ তাঁর সামনে।
তবে করোনায় ক্ষতিগ্রস্ত অর্থনীতি পুনরুদ্ধারে সরকারি ও বেসরকারি খাতের মধ্যে সুসমন্বয় চান নবনির্বাচিত সভাপতি। এজন্য বিদ্যমান নীতিসহায়তা অব্যাহত রাখার দাবি তাঁর।
এফবিসিসিআই’র নবনির্বাচিত সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, সরকারের প্ল্যান-প্রোগ্রাম বা উন্নয়নের যে পরিকল্পনা থাকে এগুলো কিন্তু বেসরকারি সংস্থাগুলোকেই বাস্তবায়ন করতে হয়। কি ধরনের পলিসিগুলো হওয়া উচিত সেগুলোর সাথে আমার মনে হয় স্টেকহোল্ডার যারা সরকারের পলিসি লেবেলের স্টেকহোল্ডারদের রিপ্রেজেনটিভ হিসেবে কাজ করা।
ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণ ও পণ্যের বহুমুখীকরণে প্রয়োজন পর্যাপ্ত গবেষণা ও জ্ঞানভিত্তিক কর্মসূচি। তাই এদিকে বাড়তি মনোযোগ দেয়া হবে বলে জানালেন এফবিসিসিআইয়ের নবনির্বাচিত সভাপতি।
সভাপতি মো. জসিম উদ্দিন বলেন, কাজ করা দরকার রিসার্চ বেইজ, নলেজ বেইজ একটা প্রতিষ্ঠান হওয়া দরকার। যেই জায়গায় আমরা পিছিয়ে আছি।
এদিকে, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য দেয়া আর্থিক প্রণোদনা প্যাকেজ বাস্তবায়নে তদারকি বাড়ানোর পরামর্শ সাবেক ও বর্তমান কমিটির নেতাদের। ব্যবসা সহজীকরণেও কাজ করার কথা বললেন তারা।