South east bank ad

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী পরিদর্শনে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত

 প্রকাশ: ২০ অক্টোবর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   গার্মেন্টস/টেক্সটাইল

নারায়ণগঞ্জের বিসিক শিল্পনগরী পরিদর্শনে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত

 নারায়ণগঞ্জের ফতুল্লার পঞ্চবটির বিসিক শিল্প নগরীর একটি রপ্তানিমুখী তৈরি পোশাক শিল্প কারখানা পরিদর্শন করেছেন নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন। শনিবার (১৯ অক্টোবর) দুপুরে তিনি এই পরিদর্শনে আসেন। এসময় ইরমা ভ্যান ডুরেন পোশাক শিল্পের কর্মপরিবেশ এবং উৎপাদনের বিভিন্ন দিক দেখে সন্তোষ প্রকাশ করেন।

পরিদর্শন শেষে নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেন বলেন, বাংলাদেশের তৈরি পোশাক খাত উৎপাদনে খুব ভালো অবস্থানে রয়েছে। এক্ষেত্রে বাংলাদেশের সরকার এই সেক্টরে সহায়তার হাত বাড়িয়ে দিলে তৈরি পোশাক উৎপাদনে বাংলাদেশের আরো ভালো পর্যায়ে যাওয়ার সুযোগ রয়েছে।
বিকেএমইএর সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, নেদারল্যান্ড বাংলাদেশের পোশাক শিল্পের বিভিন্ন ব্র্যান্ড নিয়ে কাজ করে। বাংলাদেশের পোশাকশিল্প ওয়ার্ল্ডের হাই স্ট্যান্ডার্ন্ড মেইনটেন করে। শ্রমিকদের জন্য কল্যাণমূলক কাজসহ বিভিন্ন সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে কিনা সেজন্যই বিভিন্ন শিল্প প্রতিষ্ঠান ঘুরে দেখেছেন তিনি (ইরমা ভ্যান ডুরেন)। সারাবিশ্বে বাংলাদেশের পোশাক খাত বর্তমানে বড় একটি অবস্থান তৈরি করেছে। নেদারল্যান্ডের রাষ্ট্রদূত ইরমা ভ্যান ডুরেনের বাংলাদেশ সফর তারই একটি ফল।

এসময় আরও উপস্থিত ছিলেন নেদারল্যান্ডের সিনিয়র অর্থনীতি উপদেষ্টা তানজিলা তাজরীন, অর্থনৈতিক বিষয়ক সিনিয়র সচিব সারা ভ্যান হোভ ও ফেম অ্যাপারেলস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাসুদ আলম কাজল প্রমুখ।

BBS cable ad