South east bank ad

সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন

 প্রকাশ: ২১ নভেম্বর ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

সিঙ্গাপুর থেকে ২ কার্গো এলএনজি আমদানির অনুমোদন
 

সিঙ্গাপুর থেকে দুই কার্গো তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। এতে খরচ হবে ১ হাজার ৩৬৬ কোটি ৬৪ লাখ টাকা।

বৃহস্পতিবার সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব প্রস্তাব অনুমোদন করা হয়।

আন্তর্জাতিক কোটেশন সংগ্রহ প্রক্রিয়ার মাধ্যমে সিঙ্গাপুরের ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড থেকে একটি এলএনজি কার্গো (২০-২১ ডিসেম্বর ২০২৪ সময়ের জন্য ৩৭তম) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এতে খরচ হবে ৬৮৬ কোটি ৩৮ লাখ ৭৫ হাজার ২০০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪ দশমিক ৫৫ মার্কিন ডলার।

এছাড়া সরাসরি ক্রয় প্রক্রিয়া অনুসরণ করে সিঙ্গাপুরের একই কোম্পানির কাছ থেকে আরেকটি এলএনজি কার্গো (২৭-২৮ ডিসেম্বর ২০২৪ সময়ের জন্য ৩৮তম) আমদানির অনুমোদন দেওয়া হয়েছে, যার খরচ হবে ৬৮০ কোটি ২৫ লাখ ৪৮ হাজার ৪৮০ টাকা (ভ্যাট ও ট্যাক্সসহ)। এর প্রতি এমএমবিটিইউ এলএনজির দাম পড়বে ১৪ দশমিক ৪২ মার্কিন ডলার।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: