ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন রমজানে তেলের দাম বাড়বে না
আসন্ন রমজানে তেলের দাম বাড়বে না বলে ব্যবসায়ীরা আশ্বস্ত করেছেন। এমনটি জানিয়েছেন বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশনের চেয়ারম্যান ড. মইনুল খান।
আজ রোববার (২ ফেব্রুয়ারি) রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে বণিক বার্তা আয়োজিত পলিসি কনক্লেভে তিনি এ কথা বলেন। আলোচনার মূল বিষয় ছিল ‘খাদ্যপণ্যের যৌক্তিক দাম: বাজার তত্ত্বাবধানের কৌশল অনুসন্ধান’।
ড. মইনুল খান বলেন, আমরা ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করেছি। তারা নিশ্চিত করেছেন, রমজানে তেলের দাম বাড়বে না। বর্তমানে যে দাম আছে, তা-ই বজায় থাকবে।
তিনি আরো বলেন, চিনির দামও কমে এসেছে। গত বছর রমজানের আগে খেজুরের ওপর শুল্ক কমানো হলেও তার সুফল তেমন পাওয়া যায়নি। তবে এবার সরকার আগেই পদক্ষেপ নিয়েছে। রমজানের আগেই বন্দর থেকে খেজুর খালাস হবে।
এছাড়াও গত বছর ১ হাজার টাকায় বিক্রি হওয়া খেজুর এবার ৭০০ থেকে ৮০০ টাকার মধ্যে রাখতে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানান তিনি। রমজানে খাদ্যপণ্যের দাম সহনীয় রাখতে সরকার সব ধরনের উদ্যোগ নিয়েছে।