South east bank ad

আইসিসিবিতে চলছে দেশি-বিদেশি ৮০০ কম্পানির প্লাস্টিকমেলা

 প্রকাশ: ১৩ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

আইসিসিবিতে চলছে দেশি-বিদেশি ৮০০ কম্পানির প্লাস্টিকমেলা

বাংলাদেশের বৃহত্তম বাণিজ্যিক এক্সপো ভিলেজ ‌‘আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ’-এ শুরু হয়েছে ১৭তম আন্তর্জাতিক প্লাস্টিকমেলা। এতে দেশি-বিদেশি ৮০০টির বেশি কম্পানির স্টল রয়েছে। চার দিনব্যাপী মেলাটি চলবে আগামী শনিবার পর্যন্ত।

বুধবার (১২ ফেব্রুয়ারি) রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) ‘আইসিসিবি এক্সপো ভিলেজ বাংলাদেশ’-এ শুরু হওয়া মেলা বাণিজ্য উপদেষ্টা সেখ বশির উদ্দিন প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বাণিজ্যসচিব (অতিরিক্ত দায়িত্ব) মো. আবদুর রহিম খান, সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. জসিম উদ্দিন। সভাপতিত্ব করেন বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) সভাপতি সামিম আহমেদ।

মেলায় বাংলাদেশ, চীন, জার্মানি, ভারত, ইতালি, ভিয়েতনাম, তুরস্ক, জাপানসহ বিভিন্ন দেশের কম্পানিগুলো তাদের পণ্য ও প্রযুক্তি প্রদর্শন করেছে। বাংলাদেশ প্লাস্টিক পণ্য প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিপিজিএমইএ) এবং হংকংভিত্তিক প্রতিষ্ঠান ইয়োকার্স ট্রেড অ্যান্ড মার্কেটিং সার্ভিস যৌথভাবে মেলাটির আয়োজন করেছে।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: