South east bank ad

অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্যে গেল রেনাটার ওষুধ

 প্রকাশ: ১৪ ফেব্রুয়ারী ২০২৫, ১২:০০ পূর্বাহ্ন   |   আমদানী/রপ্তানী

অস্ট্রেলিয়ার পর যুক্তরাজ্যে গেল রেনাটার ওষুধ

পুঁজিবাজারের তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি রেনাটা পিএলসির ওষুধ ক্যাবারগোলিন দশমিক ৫ মিলিগ্রামের জেনেরিক সংস্করণের প্রথম চালান যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। গত বছর একই ওষুধ অস্ট্রেলিয়ায় পাঠিয়েছিল কোম্পানিটি। এ ওষুধ হাইপারপ্রোল্যাকটিনেমিয়া ও পারকিনসন রোগের চিকিৎসায় ব্যবহার হয়। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুসারে, ক্যাবারগোলিন জেনেরিকের এ ওষুধ ক্যাবেলিন নামে বাংলাদেশের বাজারে বাজারজাত করা হয়। যুক্তরাজ্যের ওষুধ ও স্বাস্থ্যসেবা পণ্য নিয়ন্ত্রক সংস্থা (এমএইচআরএ) অনুমোদিত উৎপাদন কেন্দ্রে রেনাটার এ ওষুধ বাংলাদেশে উৎপাদন করা হবে।

গত বছরের অক্টোবরে অস্ট্রেলিয়ার বাজারে ক্যাবারগোলিন শূন্য দশমিক ৫ মিলিগ্রামের একটি জেনেরিক সংস্করণ চালু করে রেনাটা পিএলসি। দোস্তামিন ব্র্যান্ড নামে ক্যাবারগোলিনের বাণিজ্যিক বাজারজাত করা হয়। এর বিতরণ ও বিপণন অস্ট্রেলিয়ায় রেনাটার সহযোগী নোভা ফার্মাসিউটিক্যালস অস্ট্রেলাসিয়া পিটিও লিমিটেড করে।

সমাপ্ত ২০২৩-২৪ হিসাব বছরে কোম্পানিটির পর্ষদ বিনিয়োগকারীদের জন্য ৯২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ৩৬২ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ২৩৪ কোটি টাকা। সে হিসাবে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা বেড়েছে ১২৮ কোটি টাকা বা ৫৪ দশমিক ৭০ শতাংশ। আলোচ্য হিসাব বছরে রেনাটার শেয়ারপ্রতি সমন্বিত আয় (ইপিএস) হয়েছে ৩১ টাকা ৫৩ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ২০ টাকা ৪০ পয়সা। ৩০ জুন ২০২৪ শেষে কোম্পানিটির শেয়ারপ্রতি সমন্বিত নিট সম্পদমূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৯৫ টাকা ৫৬ পয়সায়।

সমাপ্ত ২০২২-২৩ হিসাব বছরে বিনিয়োগকারীদের জন্য ৬২ দশমিক ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করে রেনাটার পর্ষদ। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির সমন্বিত নিট মুনাফা হয়েছে ২৩৪ কোটি টাকা, আগের হিসাব বছরে যা ছিল ৫১১ কোটি টাকা। আলোচ্য হিসাব বছরে কোম্পানিটির ইপিএস হয়েছে ২০ টাকা ৪০ পয়সা, আগের হিসাব বছরে যা ছিল ৪৪ টাকা ৫৬ পয়সা। ওই বছরের ৩০ জুন শেষে কোম্পানিটির এনএভিপিএস দাঁড়িয়েছে ২৬৬ টাকা ৮৭ পয়সায়।

কোম্পানিটির সর্বশেষ ঋণমান দীর্ঘমেয়াদে ‘‌ট্রিপল এ’ ও স্বল্পমেয়াদে ‘‌এসটি-ওয়ান’। ৩০ জুন সমাপ্ত ২০২৪ হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন, ৭ অক্টোবর সমাপ্ত ২০২৪ হিসাব বছরের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও রেটিং ঘোষণার দিন পর্যন্ত প্রাসঙ্গিক অন্যান্য গুণগত তথ্যের ভিত্তিতে এ প্রত্যয়ন করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড।

১৯৭৯ সালে পুঁজিবাজারে আসা রেনাটা পিএলসি ১৯৭২ সালে মার্কিন ওষুধ জায়ান্ট ফাইজারের একটি কোম্পানি হিসেবে বাংলাদেশে যাত্রা করে। ১৯৯৩ সালে ফাইজার স্থানীয় শেয়ারহোল্ডারদের কাছে তাদের মালিকানা বিক্রি করে চলে যায় এবং কোম্পানির নাম ফাইজার (বাংলাদেশ) লিমিটেডের বদলে হয় রেনাটা লিমিটেড। বর্তমান নাম রেনাটা পিএলসি।

BBS cable ad

আমদানী/রপ্তানী এর আরও খবর: