শিরোনাম

South east bank ad

ডেল্টা লাইফের নতুন পর্ষদের অনুমোদন

 প্রকাশ: ২৩ অগাস্ট ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

ডেল্টা লাইফের নতুন পর্ষদের অনুমোদন

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির পরিচালনা পর্ষদ গঠনের সমঝোতা চুক্তি অনুমোদন দিয়েছে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ। গত সোমবার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিক, বিচারপতি ওবায়দুল হাসান এবং বিচারপতি এম এনায়েতুর রহিমের বেঞ্চ শুনানি শেষে এই অনুমোদন দেন। এর ফলে ডেল্টা লাইফের প্রশাসক প্রত্যাহার করে নতুন পরিচালনা পর্ষদের দায়িত্ব নেওয়ার ক্ষেত্রে আর কোনো আইনগত বাধা থাকল না বলে জানিয়েছেন বীমা কোম্পানিটির আইনজীবী ব্যারিস্টার কারিশমা জাহান।

শুনানিতে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) পক্ষে অংশ নেন ব্যারিস্টার খান মো. শামিম

আজিজ এবং ব্যারিস্টার রিমি নাহরিন। অন্যদিকে ডেল্টা লাইফের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার তানজিবুল আলম, ব্যারিস্টার মুস্তাফিজুর রহমান খান এবং ব্যারিস্টার কারিশমা জাহান।

এর আগে ২৪ জুলাই ২০২২ তারিখে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিতে সমঝোতার মধ্য দিয়ে নতুন পরিচালনা পর্ষদ গঠনের সিদ্ধান্ত হয়। ওই বৈঠকে আইডিআরএ, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ও ডেল্টা লাইফের সাসপেন্ডেড পরিচালনা পর্ষদের সদস্য ও নতুন পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। বৈঠকে নতুন পরিচালনা পর্ষদ গঠনসহ কোম্পানি পরিচালনায় ১০টি সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে ২০২১ সালের ১১ ফেব্রুয়ারি ডেল্টা লাইফের পরিচালনা পর্ষদ সাসপেন্ড করে বীমা খাতের নিয়ন্ত্রক সংস্থা আইডিআরএ। কর্তৃপক্ষের সাবেক সদস্য সুলতান-উল-আবেদীন মোল্লাকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। পরে গত দেড় বছরে ৩ দফায় প্রশাসক পরিবর্তন করা হয়। বর্তমানে প্রশাসক হিসেবে দায়িত্বে আছেন আইডিআরএর সাবেক সদস্য কুদ্দুস খান।

নতুন পরিচালনা পর্ষদে থাকছেন যারা : ডেল্টা লাইফ ইন্স্যুরেন্সের নতুন পরিচালনা পর্ষদের চেয়ারম্যান হাফিজ আহমেদ মজুমদার; ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মো. জুনায়েদ শফিক; পরিচালক সুরাইয়া রহমান, তিনি সাসপেন্ডেড পরিচালনা পর্ষদেও ছিলেন; পরিচালক আদিবা রহমান, যিনি কোম্পানিটির সাবেক মুখ্য নির্বাহী কর্মকর্তা; পরিচালক জেয়াদ রহমান, তিনি সাসপেন্ডেড পরিচালনা পর্ষদেও ছিলেন; পরিচালক সাকিব আজিজ চৌধুরী এবং পরিচালক চাকলাদার রেজানুল আলম।

BBS cable ad

বীমা এর আরও খবর: