মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির উন্নয়ন-প্রশাসন বিভাগের মতবিনিময়
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
গতকাল ১৭ সেপ্টেম্বর শনিবার মেঘনা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ এর প্রধান কার্যালয়ে কর্মরত উন্নয়ন-প্রশাসন বিভাগের কর্মকর্তাদের নিয়ে এক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোম্পানির চেয়ারম্যান নিজাম উদ্দিন আহমদ। সভায় সভাপতিত্ব করেন কোম্পানির মুখ্য নির্বাহী কর্মকর্তা জনাব এন. সি. রুদ্র।
মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক এন্ড সিএফও মোহাম্মদ তারেক এফসিএ, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ আবুল বাসার, উপ-ব্যবস্থাপনা পরিচালক এ.কে.এম. রকিবুল হাসান, উপ-ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ আব্দুল মতিন, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ফারুক আহমেদ সিদ্দিকী, এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাইফুদ্দিন আহমেদ, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রশাসনিক প্রধান মিঞা মোঃ মশিউর রহমান, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোঃ নিজাম উদ্দিন আনিস, ভাইস প্রেসিডেন্ট মোঃ সাজেদুল ইসলাম।
আরও উপস্থিত ছিলেন, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট (উন্নয়ন) মোঃ একরামুল হক, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আবু সাহেদ, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ সরোয়ার মামুন, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ আমিমুল এহসান, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ সাখাওয়াত হোসেন, ডেপুটি ভাইস প্রেসিডেন্ট মোঃ নুরুল আবছার মামুন চৌধুরী, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ নুর হোসেন, এ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট মোঃ বদিউজ্জামান।
ডেপুটি ম্যানেজার মীর মোঃ আব্দুল মতিন, ডেপুটি ম্যানেজার মোঃ ওয়াহিদুজ্জামান, ডেপুটি ম্যানেজার মোঃ আবুল কালাম, ডেপুটি ম্যানেজার মোঃ জাফর আহমেদ, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ নাহিদ আকতার, এ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোঃ আমিনুর রহমান।