আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড পেল নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড
আইসিএমএবি বেস্ট করপোরেট অ্যাওয়ার্ড ২০২১ লাভ করেছে নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড।
নন-লাইফ বীমা ক্যাটাগরিতে ব্রোঞ্জ (তৃতীয়) পদক পেয়েছে প্রতিষ্ঠানটি। সম্প্রতি রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির কাছ থেকে এ পুরস্কার গ্রহণ করেন নিটল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম মাহবুবুল করিম। অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান প্রফেসর শিবলি রুবাইয়াত-উল-ইসলাম, এফবিবিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন, আইসিএমএবির প্রেসিডেন্ট মো. মামুনুর রশিদ, আইসিএমএবির অ্যাওয়ার্ড কমিটির চেয়ারম্যান মো. আব্দুল আজিজ ও কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।