South east bank ad

নিহত ৪ শিক্ষার্থীর বীমা দাবির অর্থ দিল জেনিথ লাইফ

 প্রকাশ: ১৪ অগাস্ট ২০২৪, ১২:০০ পূর্বাহ্ন   |   বীমা

নিহত ৪ শিক্ষার্থীর বীমা দাবির অর্থ দিল জেনিথ লাইফ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সাউথইস্ট ইউনিভার্সিটির নিহত চার শিক্ষার্থীর বিমা দাবি পরিশোধ করেছে জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স। চার শিক্ষার্থী হলেন-বিবিএর শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির, ইইই বিভাগের মো. রাব্বি মিয়া, টেক্সটাইল বিভাগের রাকিব হাসান ও রবিউল লিমন।

সাউথইস্ট ইউনিভার্সিটির সব শিক্ষার্থীর গ্রুপ সাময়িক জীবন বীমা করা ছিল জেনিথ ইসলামী লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের সঙ্গে। বীমা সুবিধাদির তফসিল মোতাবেক শাহাদাত বরণ করা প্রত্যেক শিক্ষার্থীর অভিভাবক পাবেন ১ লাখ টাকা।

গতকাল মঙ্গলবার সাউথইস্ট ইউনিভার্সিটির কনফারেন্স রুমে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ইউসুফ মাহবুবুল ইসলামের কাছে দুই শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ জাবির ও মো. রাব্বি মিয়ার মৃত্যুদাবি বাবদ ২ লাখ টাকার চেক হস্তান্তর করেন জেনিথ ইসলামী লাইফের ভিপি মো. আনোয়ার হোসেন সরকার।

এ সময় সাউথইস্ট ইউনিভার্সিটির প্রো-ভিসি এম. মোফাজ্জল হোসেন, রেজিস্ট্রার মেজর জেনারেল কাজী ফখরুদ্দিন আহমেদ, এসপিপি, পিএসসি (অব.), অতিরিক্ত রেজিস্ট্রার এয়ার ভাইস মার্শাল এম. আবুল বাশার (অব.), ট্রাস্টি বোর্ডের ডাইরেক্টর- অপারেশন ইঞ্জি. মো. আবুল বাশার, ট্রাস্টি বোর্ডের সচিব মো. তারিক আল জলিল, ডিরেক্টর-ফিন্যান্স মো. আবদুল মতিন, এফসিএ এবং জেনিথ লাইফের এসভিপি মো. শাহাদাৎ হোসেন ও ভিপি মো. তোফাজ্জল হোসেন উপস্থিত ছিলেন।

অপর দুই শিক্ষার্থী রাকিব হাসান ও রবিউল লিমনের মৃত্যু বীমা দাবির আবেদন হাতে পাওয়ার সঙ্গে সঙ্গেই বীমা অঙ্কের চেক ইস্যু করবে জেনিথ লাইফ। বৈষম্যবিরোধী আন্দোলন ইস্যুতে মৃত্যু দাবির অর্থ প্রদানে দেশের ইতিহাসে জেনিথ ইসলামী লাইফই প্রথম।

জানা যায়, আগামী ১৮ সেপ্টেম্বর নিহতদের আত্মার মাগফেরাত কামনায় দোয়ার আয়োজন করেছে ইউনিভার্সিটি প্রশাসন। ওই দিন চার শিক্ষার্থীর অভিভাবকের হাতে বীমার টাকাসহ আরও বড় অঙ্কের চেক তুলে দেবে ইউনিভার্সিটি প্রশাসন।


BBS cable ad

বীমা এর আরও খবর: