বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন নাসির উদ্দিন আহমেদ পাভেল
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্টের দায়িত্ব পালন করবেন সংগঠনের প্রথম ভাইস-প্রেসিডেন্ট এবং মেঘনা লাইফ ও কর্নফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিঃ -এর মাননীয় ভাইস চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ (পাভেল)।
বিআইএ'র প্রেসিডেন্ট শেখ কবির হোসেনের স্বাস্থ্যগত অবস্থা ভালো না হওয়া পর্যন্ত সংঘ বিধি অনুযায়ী তিনি এ দায়িত্ব পালন করবেন।
গত ২১ আগস্ট বুধবার বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশনের নির্বাহী কমিটিকে পাঠানো সংগঠনের প্রেসিডেন্ট শেখ কবির হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।
বাংলাদেশ ইন্স্যুরেন্স এসোসিয়েশন (বিআইএ)’র প্রেসিডেন্টের দায়িত্ব পালন সংক্রান্ত এই সিদ্ধান্ত অনতিবিলম্বে কার্যকর হবে বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।