চট্টগ্রাম সাংবাদিক কল্যান এসোসিয়েশনের উদ্যোগে অর্ধশত সাংবাদিদের মাঝে ইফতার সামগ্রী বিতরন

কে এম রুবেল (চট্টগ্রাম মহানগর) : গতকাল রোজ রবিবার বিকেল ৪ ঘটিকায় দৈনিক আলোকিত দেশ পত্রিকার চট্টগ্রাম কার্যলয়ে চট্টগ্রাম সাংবাদিক কল্যান এসোসিয়েশনের উদ্দেগে উক্ত সংগঠনের সহ সভাপতি, বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি মো হোসেনের সৌজন্যে চট্টগ্রামে কর্মরত অর্ধশত সাংবাদিকদের মাঝে ইফতার সামগ্রী বিতরন করা হয়। ইফতার সামগ্রী বিতরন কালে উক্ত সংগঠনের সিনিয়র সহ সভাপতি এম এ ছবুর এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন সংগঠনের ভারপাপ্ত সভাপতি মোঃহোসেন
বিশেষ আলোচক হিসাবে উপস্থিতি ছিলেন সাধারণ সম্পাদক মোঃ রাশদ,বিশেষ অতিথি হিসাবে উপস্থিতি ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুর আহমেদ সোহেল,যগ্ম সাঃসম্পাদক আব্দুস সামাদ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক মো কেপায়েত উল্লাহ কায়সার,ইয়াছিন আরফাত,আসিবুর,সাজ্জাদ,রেজাউল করিম রাজু, মোসলেহ উদ্দিন বাহার,আবুল খায়ের,নাছির উদ্দিন, পিকু চৌধুরী,আবুল কালাম সহ প্রমুখ, মহামারী করোনা পরিস্থিতি বহি বিশ্বের মত চলছে বাংলাদেশে লকডাউন, আর এ লকডাউনে কূর্মহীন হয়েছে সর্ব সাধারণ মানুষ,করোনা থেকে বাচতে মানুষ যখন নিজে নিজ ঘরে বসে সু রক্ষার চিন্তাই ঠিক তখন আত্মমানবতার সেবায় জীবন বাজি রেখে এগিয়ে এসেছে জাতির ভিবেক আক্ষায়িত সাংবাদিকরা সহ গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের পুলিশ বাহিনী সহ নানা প্রশাসনিক দপ্তর ও চিকিৎসক গনরা