South east bank ad

বিডিফিন্যান্সিয়ালনিউজ ২৪.কম-এ সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পেল ভিক্ষুক নূর আলী

 প্রকাশ: ২৯ এপ্রিল ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

বিডিফিন্যান্সিয়ালনিউজ ২৪.কম-এ সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পেল ভিক্ষুক নূর আলী

রাসেল আহমেদ(ময়মনসিংহ)
অনলাইন নিউজ পোর্টাল বিডিফিন্যান্সিয়াল নিউজ ২৪.কমে সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড ও ত্রাণ সামগ্রী পেলেন ৭৯ বছর বয়সী বৃদ্ধ হতদরিদ্র ভিক্ষুক নূর আলী।তিনি সদর উপজেলার দাপুনিয়া ইউনিয়নের কলাপাড়া গ্রামের মৃত কসর আলীর ছেলে।

বৃহস্পতিবার (২৯এপ্রিল)সকালে
বিডিফিন্যান্সিয়াল নিউজ ২৪.কমে আসফোস দুঃখ আমার পিছু ছাড়াল না' শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। প্রকাশিত সংবাদটি ময়মনসিংহ সদর উপজেলা নিবার্হী কর্মকর্তা( ইউএনও) মো:সাইফুল ইসলামের দৃষ্টি আকৃষ্ট করে। ফলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো:সাইফুল ইসলামের নির্দেশে সদর উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব বয়স্ক ভাতার কার্ডের ব্যবস্থা করেন।

বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলা নিবার্হী কর্মকর্মা মো:সাইফুল ইসলাম বৃদ্ধ নূর আলীর হাতে বয়স্ক ভাতার কার্ড তুলে দেয়।এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার মাহফুজ ইবনে আইয়ুব,ইউপি সদস্য লাল মিয়া,বিডিফিন্যান্সিয়াল ২৪.কমের ময়মনসিংহ সদর উপজেলার সংবাদদাতা রাসেল আহমেদ প্রমুখ। বৃন্ধ নূর আলী কার্ড হাতে পেয়ে খুব খুশি হন। সাইফুল ইসলাম বলেন,সংবাদটি প্রকাশের পর ওই বৃদ্ধার কথা জানতে পারি। পরে দ্রুত সময়ের মধ্যে কার্ড করে দেয়ার ব্যবস্থা গ্রহণ করি।

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: