South east bank ad

বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর "বেস্ট রিপোর্টিং এওয়ার্ড (এপ্রিল-২০২১)" পেলেন রাসেল আহমেদ

 প্রকাশ: ০৩ মে ২০২১, ১২:০০ পূর্বাহ্ন   |   মিডিয়া কর্নার

বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর "বেস্ট রিপোর্টিং এওয়ার্ড (এপ্রিল-২০২১)" পেলেন  রাসেল আহমেদ

বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি রাসেল আহমেদ এর ‘আফসোস দুঃখ আমার পিছু ছাড়ল না’ প্রতিবেদনটি "বেস্ট রিপোর্টিং এওয়ার্ড (এপ্রিল-২০২১)" এর জন্য মনোনীত হয়েছে। বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর নীতিনির্ধারকরা মানবিক প্রতিবেদন ও সুশাসন ক্যাটাগরিতে রাসেল আহমেদ এর ‘আফসোস দুঃখ আমার পিছু ছাড়ল না’ প্রতিবেদনটিকে মাসের সেরা প্রতিবেদন হিসেবে চূড়ান্ত করেন।
বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এর "বেস্ট রিপোর্টিং এওয়ার্ড" হিসেবে বিজয়ীকে একটি সম্মাননা সনদ ও নগদ সম্মানী দেয়া হয়। চলমান লকডাউনের কারণে "বেস্ট রিপোর্টিং এওয়ার্ড (এপ্রিল-২০২১)" এর সম্মাননা সনদটি বিজয়ীর হাতে তুলে দেয়া সম্ভব হয়নি। তবে মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস এর মাধ্যমে সম্মানী পৌছে দেয়া হয়েছে বিজয়ীকে ।

করোনা পরিস্থিতি স্বাভাবিক হলে "বেস্ট রিপোর্টিং এওয়ার্ড (এপ্রিল-২০২১)" বিজয়ী রাসেল আহমেদকে প্রত্যয়নপত্রটি অফিসে এসে সরাসরি গ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হবে।
উল্লেখ্য, প্রতিমাসে বেস্ট রিপোটিং এওয়ার্ড ঘোষনা করে থাকে বিডিফিন্যান্সিয়ালনিউজ২৪.কম এবং মনোনীত প্রতিনিধিকে প্রত্যয়নপত্রটি অফিসে এসে সরাসরি গ্রহণ করার রেওয়াজ রয়েছে।

ময়মনসিংহ সদর উপজেলা প্রতিনিধি রাসেল আহমেদ এর পাঠানো ‘আফসোস দুঃখ আমার পিছু ছাড়ল না’ প্রতিবেদনটির স্ক্রিনশট:


প্রতিবেদনের পরে ময়মনসিংহ সদর উপজেলা প্রশাসন এর কমেন্টস:


বিডিফিন্যান্সিয়ালনিউজ ২৪.কম-এ সংবাদ প্রকাশের পর বয়স্ক ভাতার কার্ড পেল ভিক্ষুক নূর আলী শীর্ষক প্রতিবেদনটির স্ক্রিনশট:

BBS cable ad

মিডিয়া কর্নার এর আরও খবর: