ইপিজেডগুলোয় আরো জাপানি ও ইতালীয় বিনিয়োগ চায় বেপজা

জাপান ও ইতালি থেকে আরো বিনিয়োগ প্রত্যাশা করছে বাংলাদেশ রফতানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)। সম্প্রতি জাপান ও ইতালির রাষ্ট্রদূত উত্তরা ইপিজেড সফরকালে বেপজা সদস্য (বিনিয়োগ উন্নয়ন) আলী রেজা মজিদ এ প্রত্যাশার কথা জানান। তিনি বলেন, বেপজা উন্নয়নের অংশীদারত্বে বিশ্বাস করে। আমরা আশা করি, বেপজায় বিনিয়োগকারীর তালিকায় আরো জাপানি ও ইতালীয় শিল্পপ্রতিষ্ঠান যুক্ত হবে।
বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি বলেন, ইপিজেডে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে বেপজা থেকে দ্রুত সব ধরনের সেবা ও সুযোগ-সুবিধা পাওয়ায় জাপানি বিনিয়োগকারীরা বেপজা সম্বন্ধে খুবই ইতিবাচক ধারণা পোষণ করে। ইপিজেডে চমত্কার কাজের পরিবেশ তৈরির জন্য রাষ্ট্রদূত বেপজার প্রশংসা করেন। জাপানি বিনিয়োগকারীদের সর্বোচ্চ সেবা ও সহযোগিতা দেয়ায় রাষ্ট্রদূত বেপজাকে ধন্যবাদ জানান।
এ সময় পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন জাতীয় রফতানিতে উল্লেখযোগ্য অবদানের জন্য বেপজার প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশে একটি উদার বিনিয়োগ নীতি বিদ্যমান। বিদেশী বিনিয়োগকারীদের আকর্ষণীয় প্রণোদনা দেয়া হয়। তিনি রাষ্ট্রদূতদের প্রতি বাংলাদেশে আরো বিনিয়োগ নিয়ে আসার আহ্বান জানান।
পরবর্তী সময়ে প্রতিনিধি দলটি উত্তরা ইপিজেডের চারটি কারখানা ঘুরে দেখে। এগুলো হলো এভারগ্রিন প্রডাক্টস ফ্যাক্টরি (বিডি) লিমিটেড, সনিক (বাংলাদেশ) লিমিটেড, মাজেন (বাংলাদেশ) ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও সেকশন সেভেন ইন্টারন্যাশনাল লিমিটেড।
এ সময় অন্যান্যের মধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস, উত্তরা ইপিজেডের নির্বাহী পরিচালক নাহিদ মুন্সী, এন্টারপ্রাইজ সার্ভিসেসের নির্বাহী পরিচালক মো. খুরশীদ আলম, বাংলাদেশ ইপিজেড ইনভেস্টরস অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এসএম খান প্রমুখ উপস্থিত ছিলেন।