শিরোনাম

South east bank ad

জাতীয় রফতানি ট্রফি পেল ৭১ প্রতিষ্ঠান

 প্রকাশ: ২৩ নভেম্বর ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

জাতীয় রফতানি ট্রফি পেল ৭১ প্রতিষ্ঠান

বিভিন্ন পণ্য ও খাতভিত্তিক রফতানি আয়ের স্বীকৃতিস্বরূপ জাতীয় রফতানি ট্রফি বিতরণ হয়েছে গতকাল। ২০১৮-১৯ অর্থবছরের রফতানি আয়ের জন্য এ স্বীকৃতি পেয়েছে দেশের মোট ৭১টি রফতানিকারক প্রতিষ্ঠান। পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) আয়োজিত জাতীয় রফতানি ট্রফি ২০১৮-১৯ বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে নির্বাচিতদের হাতে ট্রফি তুলে দেয়া হয়।

রফতানি আয়ের ভিত্তিতে এ বছর সেরা রফতানিকারক প্রতিষ্ঠান হিসেবে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব রফতানি ট্রফি’ পেয়েছে এ কে আজাদের প্রতিষ্ঠান হা-মীম গ্রুপের রিফাত গার্মেন্টস লিমিটেড।

তৈরি পোশাকের ওভেন পণ্যে স্বর্ণ ট্রফি পেয়েছে রিফাত গার্মেন্টস লিমিটেড, রৌপ্য পেয়েছে এ কে এম নিটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জ পেয়েছে অনন্ত অ্যাপারেলস লিমিটেড। তৈরি পোশাকের নিটওয়্যার পণ্যে স্বর্ণ পেয়েছে জিএমএস কম্পোজিট নিটিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড। রৌপ্য পেয়েছে স্কয়ার ফ্যাশনস এবং ব্রোঞ্জ পেয়েছে ফোর এইচ ফ্যাশনস লিমিটেড।

সব ধরনের সুতা পণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছে যথাক্রমে বাদশা টেক্সটাইল লিমিটেড, কামাল ইয়ার্ন লিমিটেড ও নাইস কটন লিমিটেড। টেক্সটাইল ফ্যাব্রিকস খাতে স্বর্ণ পেয়েছে এনভয় টেক্সটাইল লিমিটেড। রৌপ্য পেয়েছে আকিজ টেক্সটাইল মিলস লিমিটেড ও ব্রোঞ্জ পেয়েছে নাইস ডেনিম মিলস লিমিটেড।

হোম ও বিশেষায়িত টেক্সটাইল পণ্য খাতে স্বর্ণ পেয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফ্যাব্রিকস লিমিটেড। টেরিটাওয়েল খাতে স্বর্ণ পেয়েছে নোমান টেরিটাওয়েল মিলস লিমিটেড।

হিমায়িত খাদ্যপণ্য খাতে স্বর্ণ, রৌপ্য ও ব্রোঞ্জ পেয়েছে যথাক্রমে জালালাবাদ ফ্রোজেন ফুডস লিমিটেড, এপেক্স ফুডস লিমিটেড ও এমইউ সী ফুডস লিমিটেড।

কাঁচা পাট খাতে স্বর্ণ পেয়েছে ইন্টারন্যাশনাল জুট ট্রেডার্স। পাটজাত দ্রব্যে স্বর্ণ পেয়েছে আকিজ জুট মিলস লিমিটেড, রৌপ্য পেয়েছে করিম জুট স্পিনার্স লিমিটেড ও ব্রোঞ্জ পেয়েছে ওহাব জুট মিলস লিমিটেড।

ক্রাস্ট বা ফিনিশড চামড়া পণ্য খাতে স্বর্ণ পেয়েছে এপেক্স ট্যানারি লিমিটেড ও রৌপ্য পেয়েছে এসএএফ ইন্ডাস্ট্রিজ। চামড়াজাত পণ্য খাতে স্বর্ণ পেয়েছে পিকার্ড বাংলাদেশ লিমিটেড, রৌপ্য এবিসি ফুটওয়্যার ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও ব্রোঞ্জ পেয়েছে বিবিজে লেদার গুডস লিমিটেড।

ফুটওয়্যার খাতে স্বর্ণ পেয়েছে বে-ফুটওয়্যার লিমিটেড, রৌপ্য রয়েল ফুটওয়্যার লিমিটেড এবং ব্রোঞ্জ পেয়েছে এফবি ফুটওয়্যার লিমিটেড।

কৃষিজ পণ্য (তামাক ব্যতীত) খাতে স্বর্ণ পেয়েছে মনসুর জেনারেল ট্রেডিং লিমিটেড ও রৌপ্য ইনডিগো করপোরেশন। কৃষি প্রক্রিয়াজাত পণ্য (তামাক ব্যতীত) খাতে স্বর্ণ পেয়েছে প্রাণ ডেইরি লিমিটেড, রৌপ্য প্রাণ এগ্রো লিমিটেড ও ব্রোঞ্জ পেয়েছে প্রাণ ফুডস লিমিটেড।

ফুল ফলিয়েজ ক্যাটাগরিতে স্বর্ণ পেয়েছে মেসার্স রাজধানী এন্টারপ্রাইজ এবং রৌপ্য পেয়েছে এলিন ফুডস ট্রেড। হস্তশিল্পজাত পণ্য খাতে স্বর্ণ পেয়েছে কারুপণ্য রংপুর লিমিটেড, রৌপ্য পেয়েছে বিডি ক্রিয়েশন এবং ব্রোঞ্জ পেয়েছে ক্ল্যাসিক্যাল হ্যান্ডমেড প্রডাক্ট বিডি।

প্লাস্টিক পণ্য খাতে স্বর্ণ পেয়েছে বেঙ্গল প্লাস্টিকস লিমিটেড, রৌপ্য পেয়েছে ডিউরেবল প্লাস্টিক লিমিটেড এবং ব্রোঞ্জ পেয়েছে বঙ্গ প্লাস্টিক ইন্টারন্যাশনাল লিমিটেড।

সিরামিক শিল্প খাতে স্বর্ণ পেয়েছে শাইনপুকুর সিরামিকস লিমিটেড, রৌপ্য আর্টিসান সিরামিকস লিমিটেড এবং ব্রোঞ্জ পেয়েছে প্যারাগন সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

হালকা প্রকৌশল খাতে স্বর্ণ পেয়েছে মেসার্স ইউনিগ্লোরি সাইকেল কম্পোনেন্ট লিমিটেড ও রৌপ্য পেয়েছে মেসার্স ইউনিগ্লোরি সাইকেল ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং ব্রোঞ্জ পেয়েছে রংপুর মেটাল ইন্ডাস্ট্রিজ লিমিটেড ইউনিট-২।

ইলেকট্রিক ও ইলেকট্রনিকস পণ্য খাতে স্বর্ণ পেয়েছে এনার্জিপ্যাক ইঞ্জিনিয়ারিং লিমিটেড, রৌপ্য কনফিডেন্স স্টিল লিমিটেড এবং ব্রোঞ্জ পেয়েছে রহিমআফরোজ ব্যাটারি লিমিটেড।

অন্যান্য শিল্পজাত পণ্য খাতে স্বর্ণ পেয়েছে তাসনিম কেমিক্যালস কমপ্লেক্স লিমিটেড, রৌপ্য মেরিন সেফটি সিস্টেম এবং ব্রোঞ্জ পেয়েছে মুমানু পলিয়েস্টার ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ওষুধ পণ্যে স্বর্ণ পেয়েছে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, রৌপ্য পেয়েছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড ও ব্রোঞ্জ পেয়েছে ইনসেপ্টা ফার্মাসিউটিক্যালস লিমিটেড। কম্পিউটার সফটওয়্যার ক্যাটাগরিতে স্বর্ণ ট্রফি পেয়েছে সার্ভিস ইঞ্জিন লিমিটেড।

ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশী মালিকানাধীন (সি ক্যাটাগরি) তৈরি পোশাক শিল্পে (নিট ও ওভেন) স্বর্ণ ট্রফি পেয়েছে ইউনিভার্সেল জিন্স লিমিটেড ও রৌপ্য পেয়েছে প্যাসিফিক জিন্স লিমিটেড। ইপিজেডভুক্ত শতভাগ বাংলাদেশী মালিকানাধীন (সি ক্যাটাগরি) অন্যান্য পণ্য ও সেবা খাতে স্বর্ণ পেয়েছে ফারদিন অ্যাকসেসরিস লিমিটেড ও রৌপ্য পেয়েছে আরএম ইন্টারলাইনিংস লিমিটেড।

প্যাকেজিং ও অ্যাকসেসরিজ পণ্য খাতে স্বর্ণ পেয়েছে এমঅ্যান্ডইউ প্যাকেজিং লিমিটেড, রৌপ্য পেয়েছে মনট্রিমস লিমিটেড এবং ব্রোঞ্জ ট্রফি পেয়েছে মেসার্স ইউনিগ্লোরি পেপার অ্যান্ড প্যাকেজিং লিমিটেড।

অন্যান্য প্রাথমিক পণ্যে স্বর্ণ ট্রফি পেয়েছে অর্কিড ট্রেডিং করপোরেশন, রৌপ্য ট্রফি পেয়েছে ইকো ফ্রেশ ইন্টারন্যাশনাল এবং ব্রোঞ্জ ট্রফি পেয়েছে দ্য কনসোলিডেটেড টি অ্যান্ড ল্যান্ড কোম্পানি (বাংলাদেশ) লিমিটেড। অন্যান্য সেবা খাতে স্বর্ণ পেয়েছে মীর টেলিকম লিমিটেড।

নারী উদ্যোক্তা বা রফতানিকারকদের জন্য সংরক্ষিত খাতে (পণ্য ও সেবা) স্বর্ণ ট্রফি পেয়েছে স্কয়ার টেক্সটাইলস লিমিটেড, রৌপ্য আল-সালাম ফেব্রিক্স প্রাইভেট লিমিটেড।

বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষের সভাপতিত্বে গতকাল ট্রফি প্রদান অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি এমপি। বিশেষ অতিথির ছিলেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ইপিবির ভাইস চেয়ারম্যান্যান এ এইচ এম আহসান। ট্রফি জয়ীদের মধ্যে বক্তব্য রাখেন রিফাত গার্মেন্টেসর এমডি একে আজাদ এবং পিকার্ড বাংলাদেশের ডিএমডি অমৃত মাকিন ইসলাম।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: