শিরোনাম

South east bank ad

রমজানের আগেই মানুষ পাবে টিসিবির পণ্য: বাণিজ্যমন্ত্রী

 প্রকাশ: ১০ মার্চ ২০২৩, ১২:০০ পূর্বাহ্ন   |   মন্ত্রনালয়

রমজানের আগেই মানুষ পাবে টিসিবির পণ্য: বাণিজ্যমন্ত্রী

রমজান মাসের আগেই মানুষের হাতে টিসিবির পণ্য পৌঁছে দেয়ার আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। গতকাল রাজধানীর তেজগাঁওয়ে রমজান মাস উপলক্ষে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আশ্বাস দেন

মন্ত্রী বলেন, ‘‌প্রতি মাসে দেশের এক কোটি পরিবারের কাছে ভর্তুকি মূল্যে তেল, ডাল ও চিনি বিক্রি করা হচ্ছে। পবিত্র রমজান উপলক্ষে এর সঙ্গে ছোলা এবং ঢাকা সিটিতে খেজুর বিক্রি করা হচ্ছে। এবার দুই কিস্তিতে এ পাঁচটি পণ্য এক কোটি কার্ডধারী পরিবারের মাঝে বিক্রয় কার্যক্রম টিসিবি শুরু করেছে।’ 

বাণিজ্যমন্ত্রী বলেন, ‘চলমান বিশ্ব পরিস্থিতিতে নিম্ন আয়ের মানুষকে সহায়তা প্রদানের জন্য বাণিজ্য মন্ত্রণালয় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে ভর্তুকি মূল্যে এসব পণ্য বিক্রি করছে। দেশব্যাপী নিয়োজিত ডিলাররা কার্ডধারীদের মাঝে এসব পণ্য বিক্রি করছে। সিটি করপোরেশন, জেলা ও উপজেলা প্রশাসন সার্বিকভাবে এ কাজে সহযোগিতা করছে। কার্ডধারী ভোক্তা সাধারণ নিজস্ব সুবিধামতো নির্ধারিত ডিলারদের কাছ থেকে এসব পণ্য ক্রয় করবেন।’

এ সময় বাংলাদেশ ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মো. আরিফুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ২৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল্লাহ আল মঞ্জুর এবং বাণিজ্য মন্ত্রণালয় ও টিসিবির সিনিয়র কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

BBS cable ad

মন্ত্রনালয় এর আরও খবর: