স্বাধীনতা বিরোধীরা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র করছে : এমপি মুকুল
মেহেদী হাসান শরীফ, (নিজস্ব প্রতিনিধি)
স্বাধীনতা ও মানবতা বিরোধীরাই দেশকে পিছিয়ে নিতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষ যখন ঐক্যবদ্ধ , ঠিক তখনই স্বাধীনতা বিরোধীরা দেশকে পিছিয়ে নিতে ষড়যন্ত্র শুরু করেছে।
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়নে বিলম্বিত হলেও, দেশকে এগিয়ে নিতে সরকারের প্রচেষ্টা অব্যাহত আছে। সকল ষড়যন্ত্র মোকাবেলা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা গড়তে আওয়ামীলীগ সরকার কাজ করে যাচ্ছে ।’
গত শনিবার রাতে মেদুয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনে ইউনিয়ন আাওয়ামীলীগের বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্যে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও ভোলা-২ আসনের সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল এসব কথা বলেন।
এমপি মুকুল বলেন, ‘মানুষের সেবা করেই বাঁচতে চাই। মহান রাব্বুল আলামিনের সৃষ্টির সেরা জীব মানুষের কল্যাণে আমৃত্যু কাজ করে যাবো।’
সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন জাহাঙ্গীর, দৌলতখান পৌরসভার মেয়র জাকির হোসেন তালুকদার। স্বাগত বক্তব্য রাখেন ওই ইউনিয়নের সদ্য নির্বাচিত চেয়ারম্যান মোঃ মনজুর আলম। এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ছিদ্দিক মিয়া, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক সাফিজল ইসলাম, গোলাম নবী নবু, সাংগঠনিক সম্পাদক হামিদুর রহমান টিপুসহ ও ইউনিয়ন আওয়ামীলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।