South east bank ad

মুক্তিযোদ্ধাবান্ধব প্রতিষ্ঠান হবে ঢাকা দক্ষিণ সিটি: তাপস

 প্রকাশ: ৩০ জানুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনকে (ডিএসসিসি) একটি মুক্তিযোদ্ধাবান্ধব প্রতিষ্ঠান করা হবে বলে জানিয়েছেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস।

আজ রোববার (৩০ জানুয়ারি) দুপুরে বাসাবো শহীদ আলাউদ্দিন পার্কের সেমিনার কক্ষে এক সংবর্ধনা অনুষ্ঠানে নগর ভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তাপস এ কথা বলেন।

‘৩০ জানুয়ারি বাসাবো ময়দানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নিকট ১৪৬ জন গেরিলা বীর মুক্তিযোদ্ধার অস্ত্র সমর্পণের ৫০ বছর পূর্তি উদযাপন’ উপলক্ষে গেরিলা মুক্তিযোদ্ধা ও শহীদ পরিবারের সদস্যদের এ সংবর্ধনা দেওয়া হয়।

তাপস বলেন, বীর মুক্তিযোদ্ধারা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুধু স্বাধীনতাই এনে দেননি, তারা জাতির পিতার সুযোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে দেশ গঠনে আজও অবদান রেখে চলেছেন। তারই ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা উন্নত বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধভাবে কাজ করবে।

বীর মুক্তিযোদ্ধার সন্তান হিসেবে সবসময় গর্ববোধ করেন উল্লেখ করে শেখ তাপস বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে নিজের জীবন বাজি রেখে নতুন প্রজন্মের জন্য, বাঙালি জাতির জন্য আপনারা একটি নতুন দেশ রচনা করেছেন। বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মনির সন্তান হিসেবে আমি সারাজীবন আপনাদের পাশে থাকতে প্রতিজ্ঞাবদ্ধ।

অনুষ্ঠানে ১১১ জন জীবিত গেরিলা বীর মুক্তিযোদ্ধা এবং পাঁচ শহীদ পরিবারের সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়।

বীর মুক্তিযোদ্ধা মো. শামসুজ্জামান বাবুলের সঞ্চালনায় ও কমান্ডার এম এ রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ভারপ্রাপ্ত মহাসচিব শফিকুল বাহার মজুমদার বক্তব্য দেন।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: