বিশ্বে দ্রুত দারিদ্র্য বিমোচনে বাংলাদেশ অন্যতম: এমপি নুরুন্নবী চৌধুরী
বিডিএফএন টোয়েন্টিফোর.কম
ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ আজ দারিদ্র্যের চ্যালেঞ্জ মোকাবিলায় দ্রুত এগিয়ে যাচ্ছে। দ্রুত দারিদ্র্য বিমোচনে সবচেয়ে বেশি ভূমিকা রাখছে যেসব দেশ, তার মধ্যে বাংলাদেশ অন্যতম। বিশ্বজুড়ে দারিদ্র্য বিমোচনের রোল মডেল হিসেবে স্বীকৃতি মিলেছে।
আজ (০৫ ফেব্রুয়ারি) শনিবার সকালে ভোলার লালমোহন উপজেলায় প্রায় ৮ কোটি টাকা ব্যয়ে নির্মিত ৫০০ আসনবিশিষ্ট অডিটোরিয়াম কাম মাল্টিপারপাস হল উদ্বোধন শেষে এক আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।
এমপি নুরুন্নবী চৌধুরী বলেন, অর্থনৈতিক অগ্রগতি, উন্নয়ন ও সমৃদ্ধির মহাসড়কে রয়েছে বাংলাদেশ। গত কয়েক দশকে দেশের মানুষের জীবনযাত্রার মানসহ আয়-স্তর বেড়েছে। এর সবই সম্ভব হয়েছে রাষ্ট্রনায়ক শেখ হাসিনার দূরদর্শী ও কার্যকর অর্থনৈতিক পদক্ষেপের ফলে।
এ সময় লালমোহনের ইউএনও পল্লব কুমার হাজরার সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, ভাইস চেয়ারম্যান আবুল হাসান রিমন, উপজেলা প্রকৌশলী মো. বিল্লাল হোসেন প্রমুখ।
এর আগে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল উদ্বোধন ও ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করেন ভোলা-৩ আসনের এমপি নুরুন্নবী চৌধুরী।