South east bank ad

প্রধানমন্ত্রীর নির্দেশ ঘুষখোরদের চাকরি ছেড়ে ভিক্ষা করে খেতে, মির্জা আজম এমপি

 প্রকাশ: ০৭ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

শামীম আলম, (জামালপুর):

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি বলেছেন, শেখ হাসিনার নির্দেশ ঘুষখোরদের চাকরি ছেড়ে ভিক্ষা করে খেতে বলেছেন।

আমরা যদি ঘুষখোরের বাড়ি ও অফিসে স্টিকার লাগিয়ে দেই তাহলে তার যত টাকার মালিকই হোক কারো সামনে মুখ দেখতে পারবে না।

আজ (০৭ ফেব্রুয়ারি) সোমবার দুপুরে জামালপুরে মেলান্দহ উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে মির্জা আজম এসব কথা বলেন।

আজ সোমবার বিকেলে মেলান্দহ উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী জিন্নাহ সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রেসিডিয়াম সদস্য বেগম মতিয়া চৌধুরী এমপি, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেশ, মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোঃ মোজাফ্ফর হোসেন এমপি, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরী প্রমুখ।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: