South east bank ad

তাদের পুনর্বাসনসহ সব দায়িত্ব আমি নিলাম: এমপি জাফর

 প্রকাশ: ০৯ ফেব্রুয়ারী ২০২২, ১২:০০ পূর্বাহ্ন   |   জনপ্রতিনিধি

বিডিএফএন টোয়েন্টিফোর.কম

কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের চকরিয়ার ডুলাহাজারা মালুমঘাট এলাকায় দ্রুতগামী পিকআপ ভ্যানচাপায় একই পরিবারের পাঁচ ভাই নিহত হওয়ার পর পরিবারের পাশে দাঁড়িয়েছেন কক্সবাজার-১ আসনের সংসদ সদস্য জাফর আলম।

আজ বুধবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে নিহতদের বাড়িতে যান জাফর আলম। এ সময় নিহতদের মাগফিরাত কামনা করে তিনি বলেন, কক্সবাজারের ইতিহাসে এই রকম মর্মান্তিক ঘটনা আর ঘটেনি। এটাই প্রথম। এ জন্য সড়কের অদক্ষ চালকদের দায়ী করেন তিনি।

সংসদ সদস্য আরও বলেন, এই পরিবারের সব সদস্যের দায়িত্ব আমি নেব। তাদের এই মর্মান্তিক দুর্ঘটনায় নিহত হওয়ার কথা প্রধানমন্ত্রীকে জানাব। তাদের পুনর্বাসনসহ সব দায়িত্ব আমি নিলাম।

প্রসঙ্গত, গতকাল মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের মালুমঘাট খ্রিস্টান মেমোরিয়াল হাসপাতালের অদূরে পিকআপ ভ্যানচাপায় চার ভাই নিহত হন। এ সময় গুরুতর আহত হন আরও ৫ জন। তাদের অবস্থা আশঙ্কাজনক হাওয়ায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাদের আরেক ভাই সরণ শীল মারা যান।

নিহত অন্য চারজন হলেন চকরিয়ার ডুলাহাজারা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের মৃত সুরুজ চন্দ্র শীলের ছেলে নিরুপম শীল, অনুপম শীল, দীপক শীল ও চম্পক শীল।

ডুলাহাজরা ইউনিয়নের সগীর শাহ কাটা গ্রামের বাসিন্দা অবসরপ্রাপ্ত স্বাস্থ্যকর্মী সুরেশচন্দ্র মারা যান ১০ দিন আগে। মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) তার অন্ত্যেষ্টিক্রিয়ার অংশ হিসেবে মাথা মোড়ানোর জন্য যান তার সন্তানরা। এই কাজের জন্য তারা মহাসড়কের পূর্ব পাশের বনে গিয়েছিলেন। কাজ শেষে মালুমঘাটের হাসিনা পাড়া এলাকায় রাস্তার পার হচ্ছিলেন তারা।

এ সময় কক্সবাজারমুখী পিকআপভ্যান দ্রুতগতিতে এসে তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে নিলে আরও একজন মারা যান।

BBS cable ad

জনপ্রতিনিধি এর আরও খবর: